News Details

International Best Practices in Power and Energy Sector. Lessons for South Asia & Bangladesh'-এর উপর সেমিনার।

10th December, 2016

শেষ হলো র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর উৎসব ব্যাঙ্কোয়েট হল-এ 'International Best Practices in Power and Energy Sector. Lessions for South Asia & Bangladesh'-এর উপর সেমিনার।

এ আয়োজনে মডারেটর হিসেবে ছিলেন আইপিএজি-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক সৈয়দ মুনীর খসরু। প্যানেলের সদস্য হিসেবে ছিলেন শুভজয় সেনগুপ্ত, ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি; বিশাল মেহতা, বোস্টন কনসাল্টিং গ্রুপ; ড. রবি সেগাল, জেনারেল ইলেকট্রিক; অধ্যাপক সিয়াও কিয়াং চোও, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর; ডোনা পেং, অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজ।

সেমিনোর শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অতিথীদের হাতে তুলে দেন সদ্য প্রকাশিত কফিটেবিল বই "Elluninating Lives"।